শেষ হতে চলছে বঙ্গবন্ধুর হত্যাকারি আব্দুল মাজেদের অধ্যায়
আবদুল মাজেদের ফাঁসির কার্যক্রম শুরু হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল ফাঁসির কার্যক্রম পরিদর্শন করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) প্রবেশ করেছেন।
বঙ্গবন্ধুর খুনি মাজেদকে ফাঁসিতে ঝোলানোর সব প্রস্তুতি সম্পন্ন। প্রক্রিয়াও শুরু হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হবে।আইজি প্রিজন কারাগারে এসেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানায়, প্রধান জল্লাদ শাহজাহানের নেতৃত্বে সহকারি মনির এবং সিরাজ খুনি মাজেদের ফাঁসি কার্যকর করবে।
এদিকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপটেন (অব.) আবদুল মাজেদকে তওবা পড়ানো হয়েছে। তওবা করার সময় অঝোরে তিনি কেঁদেছেন বলে কারা সূত্রে জানা গেছে। এসময় কারা কর্তৃপক্ষের কাছে শেষবার স্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাজেদ। তার শেষ ইচ্ছে পূরণে স্ত্রী সালেহা বেগমকে কারা কর্তৃপক্ষ ডেকে পাঠায়। আজ শনিবার রাত এগারোটায় মাজেদের সঙ্গে শেষ দেখা করতে তার স্ত্রী ও আত্মীয়রা কারাগারে প্রবেশ করেছেন
আজ ১২.১ মিনিটে ফাসি কায্কর হবে
বঙ্গবন্ধুর খুনি মাজেদকে ফাঁসিতে ঝোলানোর সব প্রস্তুতি সম্পন্ন। প্রক্রিয়াও শুরু হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হবে।আইজি প্রিজন কারাগারে এসেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানায়, প্রধান জল্লাদ শাহজাহানের নেতৃত্বে সহকারি মনির এবং সিরাজ খুনি মাজেদের ফাঁসি কার্যকর করবে।
এদিকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপটেন (অব.) আবদুল মাজেদকে তওবা পড়ানো হয়েছে। তওবা করার সময় অঝোরে তিনি কেঁদেছেন বলে কারা সূত্রে জানা গেছে। এসময় কারা কর্তৃপক্ষের কাছে শেষবার স্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাজেদ। তার শেষ ইচ্ছে পূরণে স্ত্রী সালেহা বেগমকে কারা কর্তৃপক্ষ ডেকে পাঠায়। আজ শনিবার রাত এগারোটায় মাজেদের সঙ্গে শেষ দেখা করতে তার স্ত্রী ও আত্মীয়রা কারাগারে প্রবেশ করেছেন
আজ ১২.১ মিনিটে ফাসি কায্কর হবে
No comments